নোয়াখালী শহরে সিএনজিচালিত একটি অটোরিকশার পেছনে থাকা কার্টন থেকে এক নবজাতকের লাশ মিলেছে।
আজ রোববার ৩ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে সুধারাম থানার সামনে থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের সিএনজিচালিত অটোরিকশার চালক মো. রাসেল সকালে তাঁর অটোরিকশা নিয়ে বের হন। সকাল আটটার দিকে তিনি শহরের পুরোনো বাসস্ট্যান্ড–সংলগ্ন ফিলিং স্টেশনের সামনে থেকে সোনাপুরের তিনজন যাত্রী ওঠান। তাঁদের মধ্যে একজন পুরুষ যাত্রীর হাতে একটি কার্টন ছিল। সোনাপুরে তিনজন যাত্রীই নেমে যান। এরপর তিনি একাধিকবার যাত্রী নিয়ে শহরে যাতায়াত করেন। পরে সকাল ১০টার দিকে হঠাৎ তিনি লক্ষ করেন, তাঁর অটোরিকশার পেছনে একটি কার্টন পড়ে আছে। এ সময় তিনি বিষয়টি সুধারাম থানায় জানান। পরে পুলিশ কার্টনসহ অটোরিকশাটি থানায় নিয়ে যায়। সেখানে কার্টন খোলার পর দেখা যায় ভেতরে একটি নবজাতকের লাশ। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম অটোরিকশা থেকে নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিকশার চালক পেছনে একটি কার্টন দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে তাঁরা কার্টন খুলে দেখেন, ভেতরে নবজাতকের লাশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটিসহ কার্টন কোনো যাত্রী অটোরিকশায় রেখে চলে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd