রাজধানীর মালিবাগে রেললাইন আটকে কর্মসূচি পালন করছেন রেলের অস্থায়ী শ্রমিকেরা। আজ রোববার সকাল ১০টার পর থেকে তারা এই কর্মসূচি পালন শুরু করেন। এতে ঢাকার সঙ্গে কিছু জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
চাকরি স্থায়ী করার দ্যাবিতে রেলওয়ের অস্থায়ী কর্মচারীরা কর্মসূচি পালন করছেন। শ্রমিকেরা বিভিন্ন সময় বলেছেন, বিজ্ঞাপন দিয়ে সারা দেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয়। তাঁরা ইতিমধ্যে ১২ থেকে ১৪ বছর ধরে রেলে চাকরি করছেন। চুক্তি ছিল তিন থেকে চার বছরের মধ্যে তাঁদের স্থায়ীকরণ করা হবে। কিন্তু আজও রেল কর্তৃপক্ষ তাঁদের স্থায়ী করেনি। বরং তাঁদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণায় ক্ষুব্ধ হয়েছেন তাঁরা।
বেলা দুইটার পর তাঁদের সরিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের লাঠিপেটার সময় শ্রমিকদের অনেকেই আঘাত পেয়েছেন। তাঁদের মধ্যে অন্তত তিনজনকে পুলিশ হাসপাতালে নেওয়ার কথা বলে গাড়িতে তুলে নিয়ে গেছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd