আজ নন্দিত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের ৬৯তম জন্মদিন। তিনি বাংলা চলচ্চিত্রের উল্লেখযোগ্য প্লেব্যাক গায়িকাদের মধ্যে অদ্বিতীয়া। বাংলাদেশের সঙ্গীত জগতের সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জিতেছেন ১২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি চলচ্চিত্রের জন্য ১৫০০ টিরও বেশি গান রেকর্ড করেছেন।
সঙ্গীতের বিভিন্ন শাখায় ১০০০০ এর বেশি গান উপহার দিয়েছেন বাংলাদেশের শ্রোতাদেরকে। কেড়েছেন অসংখ্য ভক্ত হৃদয় মন।
১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকায় সাবিনা ইয়াসমিনের জন্ম। তিনি চলচ্চিত্র, রেডিও, টেলিভিশন এবং বিভিন্ন প্রযোজনা সংস্থানের জন্য গান গেয়েছেন। তিনি 1970 সাল থেকে তার সঙ্গীত জীবন শুরু করেন।
সাবিনা ইয়াসমিন ১৯৭০ সালে জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে 'একি সোনার আলো' গানটি দিয়ে তার আত্মপ্রকাশ ঘটান যা তাঁকে শীর্ষস্থানীয় গায়িকা হিসেবে উন্নীত করেছিল। তখন শাহানাজ রহমতুল্লা ছিলেন দেশের প্লেব্যাক জগতে শীর্ষে।
১৯৭১ সালে বাংলাদেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে জড়িয়ে পড়ে। এই সংকটময় সময়ে ইয়াসমিন গেয়েছেন দেশাত্মবোধক কিছু গান ‘সোব কোটা জানালা’, ‘স্বজন হারানো দিন সমরনে’, ‘সেই রেললাইনের ধরে’, ‘স্বাধীনতা তুমি’ ইত্যাদি। এই গানগুলি মুক্তিযোদ্ধাদের মনে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছিল।
এরপর ১৯৭২ সালের 'অবুঝ মন' ছবিতে 'সুধু গান গেয়ে পরীচয়' গানের মাধ্যমে তিনি লাইমলাইটে চলে আসেন। তিনি মাহমুদুন্নবীর সঙ্গে ‘তুমি যে আমার কবিতা’, ‘তুমি ভালো’ ইত্যাদি দ্বৈত গান গেয়েছেন।
সাবিনা ইয়াসমিন ১৯৭৫ সালে 'সুজন সুখী' ছবিতে তার গানের জন্য শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়িকা হিসেবে প্রথম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
ইয়াসমিন পরপর ক্রমান্বয়ে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান: ১৯৭৮ সালে গোলাপী এখন ট্রেন এ , ১৯৭৯ সালে সুন্দরী এবং ১৯৮০ সালে আমজাদ হোসেন পরিচালিত 'কসাই' চলচ্চিত্রের জন্য আরও একটি পুরষ্কার পান। ।
সুরকার আলাউদ্দিন আলী তার জন্য সুন্দরী, কসাই, আপানজন, গোলাপী এখন ট্রেন এ, নয়নমনি, বসুন্ধরা এবং আরও অনেক গান রচনা করেছেন। তিনি ৭০-এর দশকে 'ওসরু দিয়ে লেখা', 'ও আমার রসিয়া', 'এই মন তোমাকে দিলম', 'এই পৃথিবী পরে' ইত্যাদি গান গেয়েছিলেন।
ফেরদৌসী রহমান, শাহনাজ রহমতুল্লাহর মতো প্রবীণরা তখন প্লেব্যাক গান ছেড়ে দিয়েছিলেন। অসংখ্য নিরবধি হিট গান গেয়েছেন যার মধ্যে রয়েছে ‘কোট সাধনে ইমন ভাগ্য মেলা’, ‘শত জনমের সাধ’, ‘এ জীবন তুমি ওগো এলে’ এবং আরও অনেক কিছু। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা তাকে ভারতীয় সিনেমায় টেনে নিয়ে যায়। ১৯৮৫ সালে, তিনি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার অন্যায় অভিচার সিনেমার জন্য আর ডি বর্মনের সঙ্গীতে কিশোর কুমারের সাথে দ্বৈত কন্ঠে 'ছেরনা ছেরনা যে হাত' এবং 'জলপরি' গেয়েছিলেন।
ইয়াসমিন ১৯৯১ সালে কাজী হায়াৎ পরিচালিত দাঙ্গার জন্য এবং ১৯৯২ সালে রাধা কৃষ্ণের জন্য জাতীয় পুরস্কার অর্জন করেন। ইয়াসমিনের সেরা পরামর্শদাতা ছিলেন আলাউদ্দিন আলী। ১৯৭০ এবং ১৯৮০ এর দশকে তিনি তাকে একটি থেকে আরেকটি হিট ট্র্যাক দিয়েছেন। তিনি ১৯৭৮-৮০ সালে যথাক্রমে গোলাপী এখন ট্রেন এ, সুন্দরী এবং কসাই এর জন্য পরপর তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
আজ এই গুনী শিল্পীর ৬৯তম জন্মবার্ষিকী।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd