রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে প্রতিষ্ঠানটির এক শিক্ষক আবু সুফিয়ানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষক প্রাইভেট পড়ানোর ফাঁকে বিভিন্ন সময় ওই ছাত্রীকে অশালীন খুদে বার্তা পাঠান বলে অভিযোগ করা হয়। তিনি ইংরেজি বিভাগের শিক্ষক বলে জানা গেছে।
ছাত্রীর বাবা তার দেওয়া এক লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমার মেয়ে ভিকারুননিসা স্কুলের বসুন্ধরা শাখার নবম শ্রেণির দিবা শাখার ছাত্রী। ওই শাখার ইংরেজি বিষয়ের শিক্ষক আবু সুফিয়ানের কাছে সে প্রাইভেট পড়তো। প্রাইভেট পড়ানোর ফাঁকে ওই শিক্ষক বিভিন্ন সময় আমার মেয়েকে অশালীন এসএমএস পাঠিয়েছে। যেগুলো খুবই আপত্তিকর ও সম্মানহানিকর। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। আমি এ ঘটনার প্রতিকার চাই।
এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেয়া রায় চৌধুরী বলেন, এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির (ঢাকা বিভাগীয় কমিশনার) কাছে অভিযোগ দেওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত কমিটির কাজও অনেক দূর এগিয়েছে। এখন তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তার আগপর্যন্ত ওই শিক্ষক সংযুক্ত থাকবেন, কোনো ক্লাস নিতে পারবেন না।
তদন্ত কর্মকর্তা আল-আমিন হালদার সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে বলেন, সব পক্ষের সঙ্গে কথা বলেছি। সেখান থেকে যা উঠে এসেছে তা নিয়ে এখন প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। আশা করছি, আজই (সোমবার) প্রতিবেদন জমা দিতে পারবো।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd