প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার অভিযোগে কিশোরগঞ্জে বিএনপি নেতা আবু সাঈদের বিরুদ্ধে মামলা করা হয়। এবার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
সোমবার ৪ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল আমিন তাঁকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী কিশোরগঞ্জ আদালতের সহকারী কৌঁসুলি (এপিপি) আতিকুল হক ও আসামিপক্ষের আইনজীবী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জালাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
জালাল উদ্দিন বলেন, আজ মঙ্গলবার আবু সাঈদ ওরফে চাঁদের জামিনের জন্য আবেদন করা হবে। আদালত সূত্রে জানা গেছে, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলায় দলীয় সমাবেশে আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে আবু সাঈদসহ অজ্ঞাতনামা চার–পাঁচজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম বাদী হয়ে গত ২৪ মে আদালতে মামলাটি করেন। পরে কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউনুস খান মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন।
মামলায় সাক্ষী হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এম এ আফজাল, জেলা বারের সভাপতি শহিদুল আলম, জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি সৈয়দ শাহজাহান, সাধারণ সম্পাদক আমিনুল হক ও কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd