কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির নাম মহসিন ভুট্টু।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ওই সাবেক সেনা সদস্যের মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, মহসিন ভুট্টু চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd