হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত হয়েছেন ৩ এবং আহত হয়েছেন অপর ৩ জন।
গতকাল বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে উপজেলার চানভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড় লাদিয়া গ্রামের রুমেল মিয়া (৪০), সারের কোনা গ্রামের আবদুল করিমের ছেলে জসিম মিয়া ও একই উপজেলার কালিশিরি গ্রামের নামজা আক্তার (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন সেতু এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশার চালক পাঁচজন যাত্রী নিয়ে চুনারুঘাট উপজেলা সদরে যাচ্ছিলেন। অপর দিকে চুনারুঘাট থেকে হবিগঞ্জ সদর উপজেলার ওলিপুর এলাকায় পিকআপ ভ্যান চালিয়ে যাচ্ছিলেন চালক। চানভাঙ্গা এলাকায় অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই মারা যান রুমেল মিয়া ও নাজমা বেগম এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান জসিম মিয়া। পরবর্তীতে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক বলেন, হতাহতের সবাই অটোরিকশার আরোহী ছিলেন। আজ শুক্রবার ৮ সেপ্টেম্বর সকালে লাশ তিনটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd