বিএনপি নেতা আমান উল্লাহ আমান দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। আজ রোববার আদালতে তার আত্মসমর্পণ ঘিরে পুলিশ-বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে।
আজ রোববার ১০ সেপ্টেম্বর সকাল থেকে আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে দফায় দফায় ঢিল ছুঁড়ে মারায় লাঠিচার্জ করে পুলিশ।
ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন আমানউল্লাহ আমান।
আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমানউল্লাহ আমান আদালতে আত্মসমর্পণ করবেন; এরপর জামিন চেয়ে আবেদন করা হবে। এরই পরিপ্রেক্ষিতে সকাল থেকেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়ানোর হয় নিরাপত্তা ব্যবস্থা। বিএনপি এ নেতা উচ্চ আদালতের নির্দেশে ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd