বৃষ্টির বাধায় ভারত-পাকিস্তানের এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ রিজার্ভ ডেতে গড়াল। ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতে পারে, এমন আশঙ্কা থেকে শুধুমাত্র এই ম্যাচে রিজার্ভ ডে রাখার বিতর্কিত সিদ্ধান্ত নেয় এসিসি। যেহেতু ওভার কমেনি তাই সোমবার ৫০ ওভারেরই খেলা হবে। অর্থাৎ, ভারত ২৪.১ ওভার থেকে ব্যাটিং শুরু করবে। এশিয়া কাপের অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচও দুপুর ৩টা থেকেই শুরু হবে।
এবারের এশিয়া কাপে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। ফলে আগামীকাল ফের একবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হবে। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচ। খেলা হবে ৫০ ওভারের। ভারত শুরু করবে আজকের ২৪.১ ওভার থেকেই। খেলা বন্ধ হওয়ার আগে রাহুল ১৭ ও কোহলি ৮ রানে অপরাজিত ছিলেন। আগামীকাল এখান থেকেই শুরু করবেন তারা।
এসিসির এমন সিদ্ধান্তে উঠেছে সমালোচনার ঝড়। সংস্থাটির ভারতীয় সভাপতি তার দলকে সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও অভিযোগ আসছে। এবার সেই সমালোচকদের কাতারে সামিল হলেন ভারতীয় সাবেক পেসার ভেঙ্কেটেশ প্রসাদ। এই সিদ্ধান্তকে পক্ষপাতমূলক এবং লজ্জাজনক বলেছেন তিনি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd