কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার সম্পূর্ণ প্রতিনিধিদলসহ বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে জি-২০ সম্মেলন শেষে ভারতে আটকা পড়েছেন।
খবরে বলা হয়েছে, রবিবার রাতে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ফ্লাইটের কিছুক্ষণ আগে কানাডার সশস্ত্র বাহিনী বিমানে যান্ত্রিক সমস্যার বিষয়টি বুঝতে পারে। এরপর ফ্লাইট স্থগিত করা হয়।
যান্ত্রিক এই সমস্যা রাতারাতি মেটানো সম্ভব নয়। সে কারণে কানাডার প্রধানমন্ত্রী ও তার সঙ্গীদের রাতে ভারতেই থাকতে হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ফেরার বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত জাস্টিন ট্রুডো ও প্রতিনিধি দলের সদস্যরা ভারতেই থাকবেন। কানাডার সিটিভি বিমানটিকে এয়ারবাস হিসেবে চিহ্নিত করে বলেছে, এটি কখন ফিরতে সক্ষম হবে তা পরিষ্কার নয়। এটিই প্রথম সমস্যা নয়। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd