নরসিংদীর শিবপুর উপজেলায় রোববার ১০ সেপ্টেম্বর সকাল আটটার দিকে আয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের পঞ্চগ্রাম ঈদগাহ-সংলগ্ন ফসলি জমি থেকে এক গরু ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশকে খবর দেন। ধারণা করা হচ্ছে, গত শনিবার রাতের কোনো এক সময় তাঁকে হত্যা করা হয়েছে। নিহতের নাম, মো. সাইফুল ইসলাম (৪০)। তিনি আয়ুবপুর ইউনিয়নের শানখোলা গ্রামের আবদুল হেলিম মিয়ার ছেলে। আয়ুবপুর ইউনিয়নের পরিষদের (ইউপি) সদস্য অহিদ উল্লাহ বলেন, আজ রোববার সকালে স্থানীয় কয়েক ব্যক্তি মাথাবিহীন একটি লাশ পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলের প্রায় ৫০ গজ দূরে তাঁর মাথা পড়ে থাকতে দেখা যায়। কে বা কারা ঠিক কী কারণে তাঁকে এভাবে হত্যা করেছে, তা জানা যায়নি।
এদিকে নিহত সাইফুলের দুলাভাই মো. মজনু খান বলেন, গরু ব্যবসা, জমিজমাসংক্রান্ত বিষয় ও পাওনা টাকা নিয়ে বেশ কিছু ব্যক্তির সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিল। তাঁদের মধ্যে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন।
রোববার ১০ সেপ্টেম্বর সকালে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠাবে।
এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কার্যক্রম প্রক্রিয়াধীন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd