আল্লু অর্জুন মানেই বক্স অফিস কাপানো মুভির নায়ক। তিনি যেই মুভিই করেন না কেন, সেই মুভি বক্স অফিস কাপাবে তা মুভি রিলিজের আগেই সবাই বলে দিতে পারে।
এমনটাই ঘটেছিল “Pushpa: The Rise - Part 1” এর ক্ষেত্রে। বক্স অফিসে এই মুভি ৩৬৪ কোটি রুপি আয় করতে পেরেছিল। আর এর মাধ্যমেই এই মুভি হয়ে ওঠে তেলুগুর সবথেকে আয়কৃত মুভিগুলোর একটি। কিন্তু আল্লু অর্জুন “Pushpa 2: The Rule” নিয়ে এর থেকেও বড় স্বপ্ন দেখছেন।
RRR মুভির কথা পুরো বিশ্ব জানে এখন। ভারতের মুভি ইন্ডাস্ট্রির সব থেকে বেশি জনপ্রিয়তা পাওয়া মুভির মধ্যে এই RRR একটি। বিশ্বব্যাপী এই মুভির আয় ছিল ১২৩৬ কোটি রুপি এবং এর মাধ্যমে এটি হয়ে ওঠে ভারতের তৃতীয় সবচেয়ে আয়কৃত মুভি। আর আল্লু অর্জুন এই মুভিকেই টক্কর দেওয়ার কথা বলেছে। জানা গেছে যে আল্লু অর্জুন চাই যে, “Pushpa 2: The Rule” যেন “Pushpa: The Rise - Part 1” থেকেও বেশি রোমাঞ্চকর এবং দর্শকপ্রিয় হয়। এমনকি তিনি আরও মন্তব্য করেন যে, তিনি এস এস রাজামৌলির RRR থেকেও বেশি জনপ্রিয়তা চান পুষ্পা ২ এর ক্ষেত্রে। আল্লু অর্জুন শুধু চাই পুষ্পা ২ কে যেন পুরো বিশ্ব চিনে। তিনি শুধু একটি ইন্টারন্যাশনাল রেটেড মুভি বানাতে চান, যার বদলে পুরো বিশ্ব চিনবে ইন্ডিয়াকে।
তেলেগু লিস্টে থাকা অসাধারণ কাহিনীর মুভিগুলোর মধ্যে একটি হচ্ছে এই পুষ্পা সিকুয়েন্স। এর পরর্বী মুভি আসার জন্য অপেক্ষা করছে হাজারো মানুষ, তবে এখন সেই সময় নয়। সেই সময় আসতে আসতে আরো অপেক্ষা করতে হবে একটা বছর। ধারণা করা হচ্ছে যে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এই মুভি রিলিজ করা হবে। তবে সঠিক সময়টা এখনো অজানা।
সবশেষে আল্লু অর্জুনের ইচ্ছা কি আসলে বাস্তবে হবে নাকি এটি শুধু একটি ইচ্ছা হয়েই রয়ে যাবে তা জানা যাবে মুভি রিলিজের পর। তবে “Pushpa 2: The Rule” এর পক্ষে অস্কার বিজয়ী একটি মুভিকে টেক্কা দেওয়া অনেকটা কঠিন হয়ে পরবে। যদিও বলা হচ্ছে যে Pushpa 2 এর VFX এবং action scene RRR থেকে অনেক ভাল হবে। তবে বর্তমানে এটি শুধু একটি ধারণা মাত্র। এখন শুধু সময়ই বলতে পারবে যে আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর এবং রাম চারান কে পিছে ফেলে, পুষ্পা ২ এর মাধ্যমে ভারতের সিনেমা জগৎ-এ এক নতুন ইতিহাস গড়তে পারবে কি না।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd