স্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ দিতে ব্রিটিশ বাংলাদেশি আলমগীর বার্মিংহাম থেকে পারিবারকে নিয়ে গিয়েছিলেন লেইস্টারে। সেখান থেকে ফেরার সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্ত্রী ছাড়া তিনিসহ দুই সন্তান নিহত হয়েছেন। এমনকি স্ত্রীর গর্ভে থাকা ২০ সপ্তাহের সন্তানও মারা গেছে।
শুক্রবার বিকাল ৪টা ২৪ মিনিটের সময় লেস্টার ও নানিটনের মধ্যবর্তী হিঙ্কলি বারবেজ এলাকায় পণ্যবাহী একটি লরির সাথে তাদের বহনকারী প্রাইভেটকারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন পুলিশ ও অ্যাম্বুলেন্স সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি আহতদের উদ্ধারে এগিয়ে আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ওয়েস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিস, ইস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিস, লেস্টারশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস ও লেস্টারশায়ার পুলিশ।
দুর্ঘটনায় নিহতরা হলেন আলমগীর হোসেন সাজু (৩৬), তার দুই শিশু সন্তান জাকির হোসেন (৯) ও মাইরা হোসেন (৪)। এছাড়া মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে কোমায় ছিলেন দুই শিশুর মা। তিনি গর্ভবতী ছিলেন। গর্ভে থাকা ২০ মাসের সন্তানও মারা গেছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd