সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও কম্পোজার এসডি সাগর। সম্প্রতি তার গাওয়া ও সঙ্গীতে একটি গান 'চোখ লাল কিসে' ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত হইচই শুরু হয়েছে। ট্রেন্ডিং রয়েছে গানটি। ভাইরাল এই মৌলিক গানটি এখন সবার মুখে মুখে।
কন্ঠশিল্পী খায়রুল ওয়াসি, কামরুজ্জামান রাব্বী, রাজু মন্ডল ও এমআর মানিকের সাথে এতে এসডি সাগর গানে কন্ঠ দিয়েছেন । গানটি লিখেছেন ও সুর করেছেন খায়রুল ওয়াসি। ইতোমধ্যে গানটির ভিডিও চিত্র জ্যোৎস্না লোক মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। মাত্র অল্পদিনেই গানটি ফেসবুকে ২ কোটি ছাড়িয়ে ও ইউটিউবে ৩৫ লক্ষ ভিউ পার করেছে।
এ পর্যন্ত এই শিল্পীর কণ্ঠে প্রায় একশত মৌলিক গান বিভিন্ন প্লাটফর্মে প্রকাশিত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি গান পেয়েছে জনপ্রিয়তা। এই তালিকায় রয়েছে বলনা তুই বলনা, চল প্রিয়া চল, তোর চোখে পড়লে চোখ, আমার বলতে তুই শুধুই, প্রেমের ঘুড়ি, বেকার যুবক, মন যদি চায়, বিশাল এক পৃথিবী ইত্যাদি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd