বর্তমানে ব্যস্ততার প্রভাবে মানুষের অনেক সময় মানসিক চাপের সৃষ্টি হয়। কাজের প্রেসার হোক কিংবা নিত্যদিনের জীবনযাত্রার ব্যস্ততা সৃষ্টি করে মানসিক চাপের, যা প্রভাব ফেলে শরীরে। মানসিকভাবে অসুস্থ থাকলে চেহারার পরিবর্তন হবেই। আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে চাইলে এবং মানসিক চাপ কমাতে চাইলে নিত্যদিন আয়ুর্বেদিক কিছু ভেষজ খেতে পারেন।
চলুন জেনে নেওয়া যাক এই ভেষজগুলো সম্পর্কে-
১. হলুদে অনেক ঔষধি গুন রয়েছে। দীর্ঘদিন ধরে যদি আপনার শরীরে কোনও সমস্যা থাকে, আর সেতি থেকে বের হতে চান তাহলে হলুদ খেতে পারেন। সর্দি, কাশি কমাতে হলুদ খেতে পারেন। বা যেকোনও ক্ষতস্থানে আপনি হলুদ লাগাতে পারেন। এটি স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি প্রাকৃতিক ভেষজ হিসেবে ব্যবহৃত হয়।
২. তুলসীর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন। তুলসী অনেক কাজে লাগে, যদি আপনি মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে চান তাহলে আপনি নিত্যদিন তুলসী পাতা খেতে পারেন। সেই সঙ্গে যদি আপনার বুকে পুরনো কফ জমে থাকে, সেটিও বেরিয়ে যাবে। তাছাড়া হার্ট ভালো রাখতেও তুলসীর জুড়ে মেলা ভার।
৩. গিলয় মূলত আয়ুর্বেদিক ঔষধি। এটি গুদুচি নামেও পরিচিত। আয়ুর্বেদিকশাস্ত্রে একে গিলয় বলা হয়। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আপনি নিত্যদিন গিলয় খেতে পারেন, এতে মানসিক চাপ কমবে এবং স্মৃতিশক্তি বাড়বে। মাথা হালকা লাগবে।
৪. যদি আপনি আপনার চুল ভালোও রাখতে চান তাহলে ব্রাহ্মী খেতে পারেন। এটি খেলে মানসিকভাবে আপনি সুস্থ থাকবে। তাছাড়া আপনি যদি কোনও কাজে দুর্বল হয়ে পরেন, সেই আপনি এই ব্রাহ্মী খেলে আপনার শরীর ভালো থাকবে, এক কাপ গরম চায়ের সঙ্গে এটি খেতে পারেন। ৫. অশ্বগন্ধার নাম সকলেই শুনেছেন , এটি একটি প্রতিষেধক হিসেবেই ব্যবহার হয় । এটি সাধারণত জিনসেং নামেও পরিচিত। যদি আপনার মস্তিষ্ককে আরোও শান্ত রাখতে চান এবং মানসিক চাপ কমাতে চান তাহলে আপনি নিত্যদিন অশ্বগন্ধা খেতে পারেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd