বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভৌতিক সিনেমার তালিকায় ‘দ্য নান’ আছে নয় নাম্বারে। কিন্তু ‘দ্য নান ২’ রিলিজ হওয়ার পর ধারণা করা হচ্ছে যে, এই তালিকার পরিবর্তন আসতে পারে। ইতিমধ্যে কিন্তু বক্স অফিসে ঝড় তুলছে ‘দ্য নান ২’।
’দ্য নান’ এর মোট আয় ছিল ৩৬৪ মিলিয়ন ইউএস ডলার। আর বর্তমানে ‘দ্য নান ২’ ৯০ মিলিয়ন ইউএস ডলারের বেশি আয় করে ফেলেছে। আর এই সংখ্যা বিপুল হারে বেড়েই চলেছে।
পূর্বের সিনেমার মতই নান এবং সিসটার ইরিইন (Sister Irene) কে কেন্দ্র করেই এই কাহিনী। তবে এই সিনেমাই একটি স্কুল এবং কিছু শিক্ষার্থীও আছে। স্কুলটি স্বাভাবিক ছিল না এবং সর্বপ্রথম সোফিয়া নামে একটি শিক্ষার্থী তা বোঝতে পারে। এরপর হঠাৎ আবির্ভাব হয় নান-এর। যা বোঝা যাচ্ছে নান প্রতিশোধ নিতে ফিরে এসেছে। তবে তারপর কি হয় বা সম্পূর্ণ রহস্যটি জানার জন্য সিনেমাটি দেখতে হবে।
শুধু আমেরিকা এবং কানাডা থেকে সিনেমাটির মোট আয় হয়েছে এই পর্যন্ত প্রায় ৩৫ মিলিয়ন ইউএস ডলার এবং অন্যান্য জায়গা থেকে আয় হয়েছে ৫৫.৫ মিলিয়ন ইউএস ডলার। যারা যারা এই সিনেমাটি দেখছে তাদের মধ্যে ৪৭ শতাংশ মানুষ বলছে যে এই সিনেমাটি সবার অবশ্যই দেখা উচিত। যা থেকে বোঝা যাচ্ছে যে এটি সকলের মনে বেশ ভাল জায়গা দখল করতে সক্ষম হয়েছে এবং এর মাধ্যমেই বোঝা যাচ্ছে যে ‘দ্য নান ২’ বক্স অফিসে সাড়া ফেলছে।
‘দ্য নান’ থেকে এইবারের সিনেমাটি বেশি ভয়ঙ্কর এবং এটি কনজুরিং দুনিয়ার একটি সাফল্যকর সংযোজন। হলিউড রিপোর্টার ফ্রেঙ্ক শেঙ্ক বলেন যে, “পরিচালক এই সিনেমার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করতে সফল হয়েছে এবং অসাধারণ কিছু মুহূর্ত সাজিয়েছে, যার একটি বড় অংশ আতঙ্কিত ছোট ছোট মেয়েদেরকে নিয়ে।”
একটি অসাধারণ হরর সিনেমার সকল বৈশিষ্ট্য আছে ‘দ্য নান ২’ এ। তাই বক্স অফিসে এই সিনেমা যে সাড়া ফেলছে তা তেমন কোনো অবাক করার বিষয় না। কনজুরিং সিরিজের সকল সিনেমাই বক্স অফিসে সাড়া ফেলতে সক্ষম হয়, এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে ‘দ্য নান ২’ এর পরিচালক মাইকেল শ্যাভস তার সবটুকু দিয়ে চেষ্টা করেছে। জেমস ওয়ান এবং করিন হার্ডির মতো পরিচালকেরা কনজুরিং সিরিজকে সফল সিনেমা সিরিজে রূপান্তর করেছে এবং সেই ধারাবাহিকতা মাইকেল শ্যাভস ধরে রাখতে পেরেছে।
ধারণা করা হচ্ছে যে, ‘দ্য নান ২’ এর আয় ‘দ্য নান’ কেও ছাড়িয়ে যাবে। সিনেমা মুক্তির এক সপ্তাহ পার হতে চলেছে কিন্তু বক্স অফিসে এর আলোড়ন চোখে পরার মতো। এখন দেখা যাক যে এর আয় শেষ পর্যন্ত কত হয়।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd