বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন এডুকেশন প্লাটফর্ম হচ্ছে টেন মিনিট স্কুল। এর মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীরা প্রতিদিন এখান থেকে নানা ধরনের শিক্ষা অর্জন করছে। কেউ শিখতেছে মার্কেটিং আবার কেউ শিখতেছে আবার কেউবা গণিত। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হচ্ছে আয়মান সাদিক। ২০১৫ সালে শুরু হয় এই স্কুলে।
মূলত youtube প্ল্যাটফর্ম থেকে শুরু হয় এই টেন মিনিট স্কুল। প্রথমে তিনি নিজেই সকল কিছু করতেন এরপর সংযুক্ত করতে দক্ষ এবং অভিকর্ষ সকল টিচারদের। যুক্ত করলেন আরো অন্যান্য এক্সপার্টদের বিভিন্ন বিষয় পড়ানোর জন্য। একই সঙ্গে যুক্ত হলেন ইংরেজি টিচার হিসেবে মুনজেরিন শহীদ।
আজ বাদ জুম্মা তাঁদের বিবাহ সম্পন্ন হলো। ফেসবুক ফিড জুড়ে এখন তাঁদের বিয়ের ছবি। সকলে অভিনন্দন জানাচ্ছেন এই নদ-দম্পতিকে।
আয়মান সাদিক আর মুনজেরিন শহীদ এমনিতেই তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয় মুখ। আর তারা এখন একসাথে, তাই ভক্ত শ্রোতাদেরও যেন খুশির সীমানা নেই।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd