বগুড়ায় বিএনপির পূর্বঘোষিত তারুণ্যের রোডমার্চ কর্মসূচির দ্বিতীয় দিনে তারুণ্যের ঢল নেমেছে। বিএনপির তিনটি সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলো। আজ রোববার (১৭ সেপ্টেম্বর) বগুড়ার চারমাথায় এরুলিয়া মাঠে নেমেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এরইমধ্যে এরুলিয়া মাঠে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয়েছেন শত শত নেতাকর্মী। সারাদেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এ রোডমার্চো যোগ দিয়েছেন। রোডমার্চটি বগুড়া থেকে সান্তাহার ও নওগাঁ হয়ে রাজশাহী মোট ১৩০কিলোমিটার পর্যন্ত রোডমার্চ করবে বিএনপির এ তিন সহযোগী সংগঠন। মূলত সরকার পতনের একদফার আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করতেই এই কর্মসূচি বলে জানিয়েছেন দলগুলোর নেতারা।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd