চট্টগ্রামের পটিয়া উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এক তরুণ এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
শনিবার ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে পটিয়া-বোয়ালখালী প্রীতিলতা সড়কের উপজেলার কৃষ্ণাখালী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ফাতাহুল বারী। তিনি তারেক (১৯) উপজেলার ধলঘাট গ্রামের আবদুল বারেকের ছেলে। ফাতাহুল বারী এবার চন্দনাইশ বিজিসি ট্রাস্ট একাডেমি থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, আজ সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে পটিয়া যাচ্ছিলেন ফাতাহুল। এ সময় কৃষ্ণাখালী বাজারের কাছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd