নেপালের বিপক্ষে দারুণ বোলিং করেই এশিয়া কাপ শুরু করেছিলেন শাদাব খান। কিন্তু এরপর আর সে ধারা ধরে রাখতে পারেননি এই লেগ স্পিনার। তাতে তার উপর অসন্তুষ্ট পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। যে কারণে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ দল থেকে তাকে বাদ দিয়ে তরুণ লেগস্পিনার আবরার আহমেদকে নেওয়ার কথা ভাবছে তারা। এমন সংবাদই প্রকাশ করেছে পাকিস্তানি টিভি চ্যানেল জিও।
এশিয়া কাপে ৫ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন শাদাব। এরমধ্যেই ৪টিই নেপালের বিপক্ষে। বেশ খরুচেও ছিলেন তিনি। আসরে তার ইকোনমি রেট ছিল ৫.৮৮। তবে ভারতের বিপক্ষে একটু বেশিই খরুচে ছিলেন। প্রথম ম্যাচে ৯ ওভার বল করে দিয়েছেন ৫৭ রান। আর দ্বিতীয় ম্যাচে ১০ ওভারে ১টি উইকেট নিয়ে ৭১ রানের বিনিময়ে। যে কারণে স্পিনে বিকল্প খুঁজছে পাকিস্তান। আবরারকে নিয়ে ভাবছে তারা। যদিও ৬টি টেস্ট খেললেও এখনো ওয়ানডে অভিষেক হয়নি তার।
সবমিলিয়ে এশিয়া কাপে পাকিস্তানের ভরাডুবির কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে টিম কম্বিনেশনের গভীর বিশ্লেষণ করতে বাধ্য করেছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd