রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ইউনিটে সিসিইউ থেকে কেবিনে নিয়ে আসা হয়।
বিএনপির চেয়ারপার্সনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার দিবাগত দেড়টার দিকে মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপি চেয়ারপার্সনকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতে বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনায় মেডিকেল বোর্ডর চিকিৎসকরা বৈঠকে বসেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চেয়াপারসনকে সিসিইউতে নেওয়া হয়।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd