কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা হামলাসহ তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে শুনানিতে খালেদা জিয়া অনুপস্থিত থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে চার্জ গঠনের তারিখ পিছিয়েছে আদালত।
আজ বুধবার ২০ সেপ্টেম্বর আসামি পক্ষের আইনজীবীদের আবেদনে চার্জ গঠনের তারিখ পেছান কুমিল্লা আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। এদিকে মামলায় হাজিরা দিতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। আসামি পক্ষের আইনজীবী কাজী নাজমুস সাদাত, কাইমুল হক রিংকু ও মোহাম্মদ আক্তার হোসাইন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মামলার প্রধান আসামি জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মামলার ৫১ নম্বর আসামি বেগম খালেদা জিয়া।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd