অবৈধ সরকার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভৈরব থেকে রোডমার্চ শুরু করবে বিএনপি। সকাল ৯টায় ভৈরব বাসস্টেশন থেকে সমাবেশের মাধ্যমে এই রোডমার্চ শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী রোডমার্চে নেতৃত্ব দিবেন। বিএনপি জানিয়েছে, এই রোডমার্চে দলের স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা থাকবেন। ময়মনসিংহ ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকেরা এই কর্মসূচির সমন্বয় করছেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd