ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমা খুব বেশি হলে দুই কোটি টাকা লাভ করেছে বলে মন্তব্য করেছেন প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আর শাকিবের পারিশ্রমিক হওয়া উচিত সর্বোচ্চ ২৫ লাখ টাকা। সাভারের নিজ কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে এমন মন্তব্য করেন তিনি। শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি ৪০ কোটির ওপরে আয় করেছে প্রযোজনে প্রতিষ্ঠান এমন দাবি করছে। গণমাধ্যমকর্মীর এমন প্রসঙ্গ উত্থাপনে ডিপজল বলেন, ‘টাকা যদি প্রেসে ছাপায় তাইলে হইতে পারে। মালয়েশিয়ায় ছবিটা তো আমার ডিস্ট্রিবিউশন থেকে গেছে, কত টাকা দিয়ে গেছে আমি জানি। কোন সিনেমা হল থেকে কত গেছে, আপনারা দেখলে তো বুঝতে পারেন। হাইয়েস্ট হলে এক কোটি, দেড় কোটি, দুই কোটি টাকা কামাইতে পারে।’ শাকিব খানের পারিশ্রমিক এক কোটি চাওয়ার বিষয়টিকে সমালোচনা করে বলেন, ‘ওর এখন এক কোটি কেন, ৫০ লাখও না, ওর এখন চাওয়া উচিত ২৫ লাখ টাকা। সর্বোচ্চ। তাও অনেক বেশি বলছি। এতে ছবির বাজার ভালো হবে, দর্শক ছবি দেখবে। এমন তো এক কোটি টাকা নিয়ে উল্টায় ফেলবে। আমি ১০ কোটি টাক দেব, যদি আমাকে পাঁচ কোটি টাকা ও লাভ দিতে পারে।’
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd