অ্যানেস্থেসিওলজিস্টরা তাঁদের ফি বাড়ানোর কারণে রাজশাহীর সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের মালিকেরা। আজ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর থেকে অস্ত্রোপচার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল বুধবার ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজশাহীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এই ঘোষনা দেয়া হয়েছে। সংবাদ সম্মলনে বলা হয়, অবেদনবিদেরা নতুন ফি নির্ধারণ করেছেন। এই ফি এখনকার চেয়ে দ্বিগুণ। এটি বাস্তবায়ন করা হলে রোগীরা ক্ষতিগ্রস্ত হবেন। সেই সঙ্গে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলো ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে অস্ত্রোপচার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টের (বিএসএ) রাজশাহী শাখার সাধারণ সম্পাদক মো. খিজির হোসেন বলেছেন, ২০১৬ সালের পর তাঁদের ফি আর বৃদ্ধি করা হয়নি। ক্লিনিক ও হাসপাতালের মালিকপক্ষ অপারেশনের সময় অবেদনবিদদের নামে রোগীদের কাছ থেকে বেশি টাকা আদায় করেন। তাঁদের নামে নেওয়া টাকা তাঁদেরই দিতে হবে, কিন্তু মালিকপক্ষ তা দিতে চায় না।বর্তমানে প্রসূতিদের সিজার করতে ফি হিসেবে অ্যানেস্থেসিওলজিস্টরা পান দেড় থেকে দুই হাজার টাকা। তাঁরা সেই ফি আড়াই হাজার করার দাবি জানিয়েছেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd