
২৫৫ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই খেই হারিয়েছে বাংলাদেশ। ওপেনার লিটন কুমার দাসকে দিয়ে ভাঙনের শুরু।
১৬ বলে মাত্র ৬ রান করে সাজ ঘরের পথ ধরেন লিটন। তিনে নামা তানজিদ হাসানও খুব একটা সুবিধা করতে পারেননি। ১২ বলে ১৬ রান করে তিনিও ফিরে গেছেন।
আর দুই বছর পর খেলতে নেমে চারে ব্যাট করতে আসা সৌম্য সরকারও মাঠে দাড়াতে পারলেন না। মাত্র দুই বল খেলে ০ রানে ইশ সোধির বলে তিনিও ফিরে গেলেন। পুরোই চাপের মুখে বাংলাদেশ।
এরপর মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদ ৭ বলে মাত্র ৪ রান তুলতে পেরেছেন। চোট কাটিয়ে দলে ফেরা ওপেনার তামিম ইকবালের দিকে এখন নজর সবার।
শুরুতে ব্যাট করে ২৫৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন মেহেদী হাসান ও খালেদ আহমেদ।