ঢাকা-সিলেট-ঢাকা রুটে প্রথম লাগেজ ভ্যান নিয়ে ঢাকা ছেড়েছে জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮)।
আজ রবিবার ২৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের নতুন নন-রেফ্রিজারেটর লাগেজ ভ্যানে (৩৬০৫) চার হাজার ৬০০ কেজি মালামাল বুকিং নেওয়া হয়েছে। যাত্রীবাহী ট্রেনে এ মালামাল পরিবহন বাবদ রেলওয়ে আয় করেছে ১০ হাজার ২১২ টাকা।
এই পথে কেজিপ্রতি পরিবহন খরচ ২ টাকা ২২ পয়সা ধরা হয়েছে। ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফরম থেকে ছেড়ে গিয়েছে। এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ফিতা কেটে লাগেজ ভ্যান উদ্বোধন করেন এবং সবুজ পতাকা নেড়ে ট্রেন ছাড়ার অনুমতি দেন।