প্রোপ্রেন ও বিউটেনের সংমিশ্রণে হচ্ছে এলপিজি (তরলীকৃত পেট্রেলিয়াম গ্যাস), যা মারাত্মক দাহ্য। এটাই বাজারে পাওয়া যায়। যা খুবই বিপদজনক। এক একটি সিলিন্ডার একেকটি বোমা বলে মন্তব্য করেছেন বুয়েটের অধ্যাপক মাকসুদ হেলালি।
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) ‘হোটেল-রেস্তোরায় এলপিজি সিলিন্ডারের নিরাপদ ব্যবহার’ শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন কালে এ কথা বলেন বুয়েটের অধ্যাপক মাকসুদ হেলালি। তিনি বলেন, দেশের যারা সিলিন্ডার ব্যবহার করেন, তাদের ৯০ শতাংশ গৃহিণী। তারা জানেন না একটি সিলিন্ডার কীভাবে ব্যবহার করতে হয়। একটি সিলিন্ডারের রেগুলেটর কী; কীভাবে প্রেশার চেক করতে হয় বা লিক হলে কীভাবে বুঝবে, সেটির কোনো উপায় তাদের জানা নেই।
সিলিন্ডার আপনাআপনি ব্লাস্ট হয় না। মূলত সিলিন্ডারের তাপমাত্রা থাকা উচিত সর্বোচ্চ ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস। তবে কোনো কারণে যদি সিলিন্ডারের তাপমাত্রা বেড়ে ৭০ থেকে ৮০ ডিগ্রি হয়, তখন বিস্ফোরণ ঘটতে পারে। সেক্ষেত্রে চুলার পাশে সিলিন্ডার রেখে রান্না করলে দুর্ঘটনার সম্ভাবনা সবচেয়ে বেশি উল্লেখ করে মাকসুদ হেলালি বলেন, অথচ এ দেশের প্রায় প্রতিটি ঘরেই চুলার পাশে সিলিন্ডার রেখে রান্না করা হয়।বাংলাদেশে যেসব চুলা তৈরি করা হয়, যেসব সিলিন্ডার ব্যবহার করা হয়, সেখানে আন্তর্জাতিক কোনো মানদণ্ড ব্যবহার করা হয় না। পাশাপাশি কোনো মেয়াদও মানা হয় না। কাজেই এলপিজি ব্যবহারে সঠিক নির্দেশনা প্রণয়নের সময় এখনই বলে মন্তব্য করেন মাকসুদ হেলালি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd