ওডেসা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর। এবার এই বন্দরে হামলা চালিয়েছে রাশিয়া। গভীর রাতে বন্দরটিতে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় বন্দরটির একটি শস্য গুদাম ধ্বংস হয়ে গিয়েছে।
আজ সোমবার ২৫ সেপ্টেম্বর ইউক্রেনের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ‘দক্ষিণে ফের হামলা চালিয়েছে রুশ বাহিনী।’
ইউক্রেনের সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক বলেন, ‘রাশিয়া আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা নিচ্ছে।’ টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, ‘তারা (রাশিয়া) জানে, বন্দরের অবকাঠামো আমাদের অগ্রাধিকারে রয়েছে। আর এই কারণেই অঞ্চলটিতে হামলা বাড়াচ্ছে তারা।’
এছাড়াও ইউক্রেনের দক্ষিণাঞ্চলের প্রতিরক্ষা ফোর্স জানিয়েছে, রাতে হামলায় ১৯ শাহেদ ড্রোন ও দুটি অনিক্স সুপারসনিক ক্ষেপণাস্ত্র ও ১২ কালিবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা। তাদের দাবি, ১৯টি শাহেদ ড্রোন ও ১১টি কালিবার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের আঘাতে বন্দরের শস্যভাণ্ডার ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।