সোনাগাজীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেনের উপর। এই ঘটনার যথাযথ সত্যতা প্রমাণ হওয়ায় ইমাম হোসেনকে বহিষ্কার করেছে উপজেলা সেচ্ছাসেবক লীগ।
উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী সেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় ফেনীর সোনাগাজী উপজেলা শাখার ৫ নং চরদরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে।
এদিকে কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক কিশোরীকে রাতভর গণধর্ষণের অভিযোগে ইমামের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেছেন। পরবর্তীতে এই মামলায় সেচ্ছাসেবকলীগ নেতা ইমাম হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।