ভারতের মেঘালয় রাজ্যে বাংলাদেশ থেকে পাচার হওয়া এক কোটি রুপি মূল্যমানের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। গত শনিবার শিলংয়ের কাস্টমস কর্মকর্তারা স্বর্ণ পাচারের এই ঘটনার সাথে জড়িত এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছেন।
রবিবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে একটি সংবাদমাধ্যম জানায়, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে শনিবার বাংলাদেশ থেকে পাচার করা বিপুল পরিমাণ স্বর্ণের চালানসহ একটি গাড়ি গুয়াহাটিতে নিয়ে যাওয়া হবে বলে গোয়েন্দারা বিশ্বস্ত সূত্রে তথ্য পান। পরে কাস্টমস কমিশনারের নেতৃত্বাধীন কর্মকর্তারা শিলংয়ের ঝালুপাড়ায় একটি মাহিন্দ্রা এক্সইউভি-৫০০ এসইউভি আটক করেন। গাড়িটিতে একজন যাত্রী ছিলেন, যিনি আসামের রাঙ্গিয়া এলাকায় বসবাস করেন। তবে তিনি জন্মসূত্রে পশ্চিমবঙ্গের নাগরিক।
শিলংয়ের কাস্টমস কমিশনারের (সিসিপি) কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বিদেশ থেকে আনা চোরাচালানের স্বর্ণ তার কাছে ছিল বলে স্বীকার করেছেন। পরে দুটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের মোট ওজন ১ কেজি ৬৩২ গ্রামের বেশি। যার বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি ১ লাখ ৭৮ হাজার ৩২৬ রুপি।