নদীতে মাছ নয় জেলেদের জালে উঠে প্লাস্টিক ও পলিথিন। দখল দূষণের কারণে মাছ শূন্য হয়ে নদী নির্ভর জেলেরা কর্মহীন অসহায় জীবনযাপন করছে।
বিশ্ব নদী দিবসে মানববন্ধন ও জেলে উৎসব পালিত হলো। নদী রক্ষায় সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করলেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়ীত্বহীনতায় এ করুণ দশা নদীগুলোর। দ্রুত উচ্ছেদ অভিযানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট দফতরের কর্তাবাবুদের প্রতি জোর দাবি জানান বক্তারা।
রবিবার দুপুরে কক্সবাজারের পেকুয়ায় বঙ্গোপসাগরের মোহনা ভোলা খাল সংলগ্ন রাবার ড্যাম এলাকায় বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও জেলে উৎসব অনুষ্ঠিত হয়।