ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভ্রমণপিপাসুদের জন্য কম খরচে ৭ টি দেশে ভ্রমণের খোঁজ

বিদেশ ভ্রমণ অনেক বাঙালির কাছে স্বপ্নের মতো হলেও অসাধ্য নয়। মধ্যবিত্তদের জন্য কম খরচে ঘুরতে যাওয়ার মতো এমন অনেক দেশ রয়েছে। এমনই কম খরচে ঘুরতে যাওয়ার মতো ৭ টি দেশের সন্ধান খোঁজ রইল আপনদের জন্য।

১. ইন্দোনেশিয়া
হানিমুনের জন্য আজকাল অনেকেই বালিকে বেছে নেন। কম খরচে বিদেশ ভ্রমণের জন্য সেরা জায়গা হতে পারে ইন্দোনেশিয়া। বাংলাদেশী ১ টাকা ইন্দোনেশিয়ার ১৪০ টাকার সমান। বাঙালিদের ভিসা নিয়েও এইদেশে কোনো সমস্যা নেই। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়েও এশিয়ার বিভিন্ন জায়গাকে হার মানাবে ইন্দোনেশিয়া।

২. ভিয়েতনাম
ভিয়েতনাম ভ্রমনপিপাসুদের জন্য অন্যতম পছন্দের জায়গা। বাংলাদেশী ১ টাকা ভিয়েতনামের ২২১ টাকার সমান। ভিয়েতনামের স্থাপত্য, স্ট্রিট ফুড আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে অনেকেই পাড়ি দেন এখানে। তাছাড়া ভিয়েতনাম যাওয়ার বিমান খরচ মধ্যবিত্তের সাধ্যের মধ্যে।

৩. শ্রীলংকা
প্রতিবেশী শ্রীলঙ্কা ঘুরে দেখতে পারেন কম খরচে। সবুজ পাহাড় আর সমুদ্রে ঘেরা গোটা দেশ। রয়েছে ঐতিহাসিক স্থাপত্যও। বাংলাদেশী ১ টাকা শ্রীলঙ্কার ২ রুপির সমান।

৪. নেপাল
শ্রীলঙ্কার মতো আরও এক প্রতিবেশী দেশ নেপালও ঘোরা যায় কম খরচে। বাংলাদেশী ১ টাকা ১.২১ নেপালি রুপির সমান। পাহাড় প্রেমী হলে একবার নেপাল ঘুরে আসা দরকার। কিন্তু নেপাল ঘুরে দেখতে গেলে বেশ কয়েকবার সে দেশে যেতে হবে আপনাকে।

৫. জাপান
ইতিহাস, প্রযুক্তি, সংস্কৃতিতে আগাগোড়া মোড়া জাপান। আর প্রাকৃতিক সৌন্দর্যও মন ভোলানোর সঙ্গে। তার সঙ্গে রয়েছে জাপানের খাবার। কম খরচে জাপানও হতে পারে আপনার পরবর্তী ডেস্টিনেশন। বাংলাদেশী ১ টাকা জাপানের ১.৩৫ ইয়েনের সমান।

৬. হাঙ্গেরি
কম খরচে যেতে পারেন হাঙ্গেরি। হাঙ্গেরির সংস্কৃতিতে মিশে রয়েছে রোম, তুর্কির ইতিহাস। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, বিশ্বের রোম্যান্টিক শহরগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশী ১ টাকা ৩.২৮ হাঙ্গেরিয়ান ফরিন্টের সমান।

৭. কোস্টারিকা
সমুদ্রের তীরে, সবুজ জঙ্গলের মধ্যে ছুটিতে কাটাতে চান? দেখতে পাবেন ভলক্যানোও? তাহলে কম খরচে যেতে পারেন কোস্টারিকা। বাংলাদেশী ১ টাকা ৪.৮৩ কোস্টারিকান কোলোনের সমান।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভ্রমণপিপাসুদের জন্য কম খরচে ৭ টি দেশে ভ্রমণের খোঁজ

আপডেট সময় : ১২:৩৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

বিদেশ ভ্রমণ অনেক বাঙালির কাছে স্বপ্নের মতো হলেও অসাধ্য নয়। মধ্যবিত্তদের জন্য কম খরচে ঘুরতে যাওয়ার মতো এমন অনেক দেশ রয়েছে। এমনই কম খরচে ঘুরতে যাওয়ার মতো ৭ টি দেশের সন্ধান খোঁজ রইল আপনদের জন্য।

১. ইন্দোনেশিয়া
হানিমুনের জন্য আজকাল অনেকেই বালিকে বেছে নেন। কম খরচে বিদেশ ভ্রমণের জন্য সেরা জায়গা হতে পারে ইন্দোনেশিয়া। বাংলাদেশী ১ টাকা ইন্দোনেশিয়ার ১৪০ টাকার সমান। বাঙালিদের ভিসা নিয়েও এইদেশে কোনো সমস্যা নেই। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়েও এশিয়ার বিভিন্ন জায়গাকে হার মানাবে ইন্দোনেশিয়া।

২. ভিয়েতনাম
ভিয়েতনাম ভ্রমনপিপাসুদের জন্য অন্যতম পছন্দের জায়গা। বাংলাদেশী ১ টাকা ভিয়েতনামের ২২১ টাকার সমান। ভিয়েতনামের স্থাপত্য, স্ট্রিট ফুড আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে অনেকেই পাড়ি দেন এখানে। তাছাড়া ভিয়েতনাম যাওয়ার বিমান খরচ মধ্যবিত্তের সাধ্যের মধ্যে।

৩. শ্রীলংকা
প্রতিবেশী শ্রীলঙ্কা ঘুরে দেখতে পারেন কম খরচে। সবুজ পাহাড় আর সমুদ্রে ঘেরা গোটা দেশ। রয়েছে ঐতিহাসিক স্থাপত্যও। বাংলাদেশী ১ টাকা শ্রীলঙ্কার ২ রুপির সমান।

৪. নেপাল
শ্রীলঙ্কার মতো আরও এক প্রতিবেশী দেশ নেপালও ঘোরা যায় কম খরচে। বাংলাদেশী ১ টাকা ১.২১ নেপালি রুপির সমান। পাহাড় প্রেমী হলে একবার নেপাল ঘুরে আসা দরকার। কিন্তু নেপাল ঘুরে দেখতে গেলে বেশ কয়েকবার সে দেশে যেতে হবে আপনাকে।

৫. জাপান
ইতিহাস, প্রযুক্তি, সংস্কৃতিতে আগাগোড়া মোড়া জাপান। আর প্রাকৃতিক সৌন্দর্যও মন ভোলানোর সঙ্গে। তার সঙ্গে রয়েছে জাপানের খাবার। কম খরচে জাপানও হতে পারে আপনার পরবর্তী ডেস্টিনেশন। বাংলাদেশী ১ টাকা জাপানের ১.৩৫ ইয়েনের সমান।

৬. হাঙ্গেরি
কম খরচে যেতে পারেন হাঙ্গেরি। হাঙ্গেরির সংস্কৃতিতে মিশে রয়েছে রোম, তুর্কির ইতিহাস। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, বিশ্বের রোম্যান্টিক শহরগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশী ১ টাকা ৩.২৮ হাঙ্গেরিয়ান ফরিন্টের সমান।

৭. কোস্টারিকা
সমুদ্রের তীরে, সবুজ জঙ্গলের মধ্যে ছুটিতে কাটাতে চান? দেখতে পাবেন ভলক্যানোও? তাহলে কম খরচে যেতে পারেন কোস্টারিকা। বাংলাদেশী ১ টাকা ৪.৮৩ কোস্টারিকান কোলোনের সমান।