নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মেহেদী মিরাজ দলকে নেতৃত্ব দেবেন বলে জানা গিয়েছিল। তবে বিসিবির ঘোষিত শেষ ম্যাচের দল থেকে জানা গেছে, মিরাজ নয় শেষ ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন দলে ফেরা নাজমুল শান্ত।
এছাড়া সিরিজ হার এড়ানোর ম্যাচে দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। সৌম্য সরকার দল থেকে বাদ পড়েছেন। মিরাজ ছাড়াও দলে ফিরেছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তবে মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া দলে নেওয়া হয়েছে তরুণ লেগ স্পিনার রিশাদ আহমেদকে।
শেষ ওয়ানডে থেকে বিশ্রাম নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। ইনজুরি কাটিয়ে দলে ফিরে ৪৪ রান করে আবারো ফর্মে আছেন এই ওপেনার। দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে এসে কোমরের অস্বস্তি যায়নি বলে উল্লেখ করেছিলেন তিনি। এছাড়া টানা খেলার মধ্যে থাকা লিটন দাস বিশ্রাম নিয়েছেন। রান খরায় আছেন এই ওপেনার।