রাজধানীর মুগদায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কিশোরীর নাম মিথিলা আক্তার মেঘলা (১৭)।
আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। সবুজবাগের বেগুনবাড়ি দক্ষিণগাঁও এলাকার আক্কাস আলী ও সুমি বেগম দম্পতির মেয়ে মিথিলা।
এদিকে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আঙ্গুরা আক্তার সীমা জানান, রোববার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিথিলার মরদেহ উদ্ধার করেন তিনি।
মিথিলার শরীরে কোথাও কোনো রকমের চিহ্ন না থাকলেও তার গলায় অর্ধচন্দ্রকৃতির কালো দাগ রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গত ৪ থেকে ৫ মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে করেন মিথিলা। তবে বিয়ের বিষয়টি তাদের দুই পরিবারেই কেউই মেনে নিচ্ছিলেন না। এ নিয়ে পারিবারিক মনোমালিন্য চলছিল। সেই অভিমানে মিথিলা রোববার বাথরুমে গলায় ফাঁস দেন। বিস্তারিত তদন্ত চলছে।