ইসরায়েলের উত্তর সীমান্তের কাছে আইডিএফ (ইসরায়েলি নিরাপত্তা বাহিনী) ও লেবাননের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। একটি ভারী যানবাহন অবৈধভাবে ইসরায়েলে প্রবেশ করার পরে এই ঘটনা ঘটে।
মাউন্ট ডোভ এলাকায় সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করা একটি ট্রাক্টর লক্ষ্য করে স্টন গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলি সশস্ত্র বাহিনী।
আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাক্টরটি লেবানন থেকে ব্লু লাইন অতিক্রম করে মাউন্ট ডোভ এলাকায় প্রায় দুই মিটার পথ অতিক্রম করে। এই ঘটনায় লেবানন থেকে একাধিক গ্রেনেড নিক্ষেপ করা হয়।
ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, আইডিএফ পাল্টা গুলি চালায় এবং যানটি লেবাননের ভূখণ্ডে ফিরে যায়। দুই দেশের মধ্যে বর্তমান সীমানা রেখাটি ব্লু লাইন নামে পরিচিত। এটি জাতিসংঘ কর্তৃক ম্যাপ করা একটি সীমান্ত।
২০০০ সালে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ত্যাগ করার সময় যে লাইন থেকে সরে যায় এটা তা চিহ্নিত করে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd