রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়া অবশেষে বিয়ের পিড়িতে বসলেন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রাঘনীতি’ লিখে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে।
গতকাল রোববার ২৪ সেপ্টেম্বর উদয়পুরের লেক প্যালেসে গাঁটছড়া বাঁধলেন আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা আর বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। একদম অন্যভাবে রাজকীয় স্টাইলে নৌকায় চেপে রাঘব এসেছিলেন কনের কাছে। এক ব্যতিক্রমী বিয়ের সাক্ষী হলো পুরো শহর।
বরযাত্রীদের নৌকাবিহারের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বর ও বরযাত্রীদের পাঞ্জাবি আর রাজস্থানি সংস্কৃতি অনুযায়ী স্বাগত জানানো হয়েছিল লীলা প্যালেসে। কনেরূপে পরিণীতি পোশাকের সঙ্গে মানানসই হিরের অলংকারে ঝলমল করছিলেন। এদিকে উদয়পুর শহরের চতুর্দিকে বিভিন্ন হোর্ডিংয়ে রাঘব আর পরিণীতির ছবি দিয়ে লেখা হয়েছে ‘রাঘব ওয়েডস পরিণীতি’।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, সস্ত্রীক ক্রিকেটার হরভজন সিং, টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাসহ আরও অনেক তারকার সমাগম হয়েছিল তাঁদের বিয়ের আসরে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd