সেলিনা হোসেন রচিত আলোচিত উপন্যাস ‘যাপিত জীবন’ এর গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে সরকারি অনুদানে। যেটি নির্মাণ করছেন হাবিবুল ইসলাম হাবিব।
এই সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ বেগম। ‘নসিব যেথা নিয়া চলে, আমি সেথা যাই’ এমন কথায় সিচুয়েশনাল গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ।
এই বিষয়ে কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেন, “গান গাইতে আমার সব সময় ভালো লাগে। বিগত দিনে আমার শ্রোতারা আমাকে এভাবে শুনেই অভ্যস্ত। সেখান থেকেই ‘নসিব যেথা নিয়া চলে, আমি সেথা যাই’ গানটি করতে আমি আগ্রহ প্রকাশ করি। আসিফ ইকবাল অসাধারণ যত্ন নিয়ে গানটি লিখেছেন। এ ছাড়া পিন্টুর সুর আমাকে মুগ্ধ করেছে।”
এদিকে রোববার (২৪ সেপ্টেম্বর) পিন্টু ঘোষের নিজস্ব স্টুডিওতে রেকর্ডিং হয়েছে গানটির।