‘খেলা হবে’ শিরোনামে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস। এটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু।
এবার জানা গেল, সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার দুই নায়িকা পরীমণি ও শবনম বুবলী। তাদের দুজনকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে পর্দায়। এছাড়াও ছবিটিতে অভিনয়শিল্পীর তালিকায় রয়েছে মুশফিক ফারহান, আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু প্রমুখের নাম।
একাধিক ঘনিষ্ট সূত্রে জানা গেছে, আগামী অক্টোবর থেকে ভারতে ‘খেলা হবে’ সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি ভারতে যাওয়া ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে অনুমতিও দিয়েছে মন্ত্রণালয়।
অন্যদিকে মুশফিক ফারহানের সঙ্গে যোগাযোগ করলে জানান, তিনি কোনো সিনেমা করছেন না।