সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এছাড়াও ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। চলতি মাসের ১৭ তারিখ দেশে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ হাজার ১২২ জন। আজ মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর এই রেকর্ড ভেঙে গেলো। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকায় ৫ জন ও ঢাকার বাইরে ১০ জন মারা গেছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৭৪ এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ২ হাজার ৩৪৯ নতুন রোগী ভর্তি হয়েছেন।
উল্লেখ্য,চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৮৮১ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮০ হাজার ৪৯০ জন ও ঢাকার বাইরে ১ লাখ ১৩ হাজার ৩৯১ জন রয়েছেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd