প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৭:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৩, ৫:২০ পি.এম
তাসখন্দ বিমানবন্দরের কাছে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের জানায়, বহু মানুষ আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বিমানবন্দরের কাছে রাতের আকাশে আচমকাই ধোঁয়ার সঙ্গে আগুনের শিখা উড়তে দেখা যায়। একটি গুদামঘরে আগুন লেগেছে বলে জানানো হয়েছে। উজবেকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রথমে ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হবে। এরপর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হবে। বিস্ফোরণ হওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে দমকলকর্মী ও উদ্ধারকারী দল পৌঁছায়।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd