নাটোরের লালপুর উপজেলায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে ছিটকে সড়কে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ সোমবার সকালে ঈশ্বরদী-লালপুর সড়কের গৌড়িপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হাফিজ (৪০)। তিনি লালপুর উপজেলার চকবাদকয়া গ্রামের জব্বারের ছেলে। এলাকাবাসী জানান, সকালে গৌরীপুরে ঈশ্বরদী থেকে লালপুরগামী বালুবোঝাই একটি ট্রাক বিপরীতমুখী ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী মো. হাফিজ ও জয় গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করেন। আহত জয়কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। তবে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd