আজ সোমবার (২ অক্টোবর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
ভারতে মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ছুটি থাকায় আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে বলে জানা গেছে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
এদিকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্য বোঝাই ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রপ্তানিমূখি গার্মেন্টস শিল্পের কাঁচামাল। এ বিষয়ে ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, ভারতের অহিংস আন্দোলনের প্রবর্তক ও শান্তিকামী নেতা মোহন দাস করম চাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী)। তাঁর ১৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
আগামীকাল মঙ্গলবার সকাল থেকে পুনরায় স্বাভাবিক গতিতে চলবে বাণিজ্য।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd