
ঢালিউড তারকা পরীমনি সর্বশেষ চিত্রনায়ক স্বামী শরীফুল রাজকে বিচ্ছেদের নোটিশ পাঠিয়ে আলোচনায় এসেছেন। এদিকে বিচ্ছেদের ইস্যুর মধ্যে একের পর এক ওয়েব সিরিজ আর চলচ্চিত্রে চুক্তি নিয়ে নিজের ছন্দে ফেরার ইঙ্গিতও দেন। এসবের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডি’র ফেসবুক পেজে ৩ মিনিট ১৩ সেকেন্ডের এক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তাঁর। ‘পরীমনি আনপ্লাগড’ শিরোনামের সেই সাক্ষাৎকারে পরীমনির ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ উঠে এসেছে।
বরাবরের মতোই পরী দৃঢ় কন্ঠে, অকপটে আবার খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপিকার প্রশ্নের উত্তর দেন। তাতে উঠে এসেছে পরীর জীবনের অনেক মজার তথ্য! নিজের সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কোনটি এর উত্তরে তিনি হাসতে হাসতে বলেন, ‘পরীমনির নাকি তিন-চারটি জামাই আছে” – এটাই সবচেয়ে হাস্যকর গুজব!
নিজেকে সবার আগে হিরোইন বলে দাবী করেন এই অভিনেত্রী, এর পরে নিজেকে অভিনেত্রী ভাবতে ভালোবাসেন পরী।