
বাংলাদেশের উত্তর-পূর্ব দিকের একটি প্রধান শহর হচ্ছে সিলেট। ২৬.৫ বর্গ কিলোমিটার স্থান জুড়ে অবস্থিত এই শহর অনেক গুণী মানুষদের জন্মস্থান। তবে সিলেট পর্যটন কেন্দ্র হিসেবেও অনেক পরিচিত। ভ্রমণের জন্য সিলেটে অনেক স্থান রয়েছে। তবে সিলেটে তিনটি প্রধন পর্যটন কেন্দ্র রয়েছে যেগুলো সিলেট ভ্রমণের মূল আকর্ষণ। আর এখন আমরা সেই তিনটি স্থান নিয়েই আলোচনা করব।
১. আলী আমজদের ঘড়ি
সিলেটের সুরমা নদীর তীর ঘেঁষে অবস্থিত ঊনবিংশ শতকের এই বিশাকার ঘড়িটি বাংলাদেশের সব থেকে পুরাতন ক্লক টাওয়ার। ১৮৭৪ সালে ঘড়িটি তৈরির পর ১৯৭১ সালে হানাদার বাহিনীদের গোলার আঘাতে ঘড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং পরে অনেকবার ঘড়িটি ঠিক করে সচল রাখার চেষ্টা করা হলেও কিছু দিন যেতেই না যেতে ঘড়িটি আবার নষ্ট হয়ে যেত। তারপর ২০১১ সালে সিলেট সিটি কর্পোরেশন ঘড়িটি মেরামত করবার পর থেকে বর্তমান সময় পর্যন্ত এটি সচল আছে।
ঘড়িটির সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় ক্লক টাওয়ার, আর তাই এই “আলী আমজগের ঘড়ি” সিলেটের একটি অন্যতম দর্শনীয় স্থানে রূপান্তর হয়েছে। তাই সিলেটে গেলে এই স্থানটি ঘুড়ে আসা অপরিহার্য।
২. রাতারগুল জলাবন
রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম্প ফরেস্ট সিলেটের আরেকটি আকর্ষণীয় স্থান। এক সময় এই মিঠাপানির জলাবনকে বাংলাদেশের এক মাত্র জলাবন মনে করা হতো।
সিলেট থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই জলাবনে যদি ভ্রমণে যান তাহলে এটি আপনাকে এক অন্যরকম রোমাঞ্চকর ভ্রমণে নিয়ে যাবে যা আপনার মনে থাকবে আপনার বাকি জীবনজুড়ে। বর্ষার সময় এই পুরো এলাকা পানির নিচে থাকে এবং সেই সময় সেখানে ভ্রমণে গেলে মনে হবে যেন আপনি এক অন্য জগৎে চলে এসেছেন। তবে সেই সময় সাপ এবং জোঁক থেকে একটু বেশি সাবধান থাকতে হবে।
৩. চা বাগান
সিলেট মানেই চা। সিলেট আর চা শব্দ দু’টি যেন ভাই ভাই। সিলেটের নাম শুনলেই চা বাগানের কথা বিনা ইচ্ছাই চলে আসে মাথাই। তাই আপনি সিলেট গেলে সবাই ধরেই নিবে যে আপনি চা বাগানে গেছেন।
সিলেটে অনেক চা বাগান আছে যেখানে আপনি ভ্রমণে যেতে পারবেন। বিখ্যাত কিছু চা বাগানের মধ্যে রয়েছে লাক্কাতুরা চা বাগান, মালনীছড়া চা বাগান, আলীবাহার চা বাগান এবং এমন আরও অনেক চা বাগান। আপনার পছন্দ মতো একটি চা বাগানে যেয়ে ঘুরে আসতে পারেন। তবে চা বাগানে কিন্তু ঘুরতে হবেই। আর তা না করলে সিলেটের সৌন্দর্য আপনার চোখ ফাঁকি দিয়ে চলে যাবে। সবুজে ঘেরা এক অপরূপ সিলেট যদি নিজ চোখে দেখতে চান তাহলে অবশ্যই চা বাগানে যেতে হবে।
তো এই ছিল সিলেটের বিখ্যাত তিনটি স্থান। যদি কোনো না কোনো সময় সিলেট ভ্রমণে যান তাহলে এই তিনটি স্থান আপনার বাকেট লিস্টের সব থেকে উপড়ে রাখবে। আর তা না করলে কিন্তু সিলেটকে অপনার করা হবে।