
আজকাল চুল ও ত্বকের যত্নে অনেকেই বিভিন্ন প্রাকৃতিক উপাদানের উপর ভরসা করেন। এর মধ্যে অন্যতম হলো থানকুনি পাতা। এই পাতার গুণে যেমন অনেক রোগ দূরে থাকে, তেমনই চুলেরও ঘনত্ব হয় দেখার মতো!
জেনে নিন কিভাবে এই পাতা চুলের যত্নে ব্যবহার করবেন-
১. থানকুনি পাতায় উপস্থিত উপকারী উপাদান স্ক্যাল্পের অতিরিক্ত সেবাম উৎপাদন নিয়ন্ত্রণে রাখে। তাই স্বাভাবিক ভাবেই স্ক্যাল্পের তৈলাক্ত ভাবও নিয়ন্ত্রণে চলে আসে।
২. থানকুনির অ্য়ান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান স্ক্যাল্পের প্রদাহ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই এই পাতা নিয়মিত ব্যবহার করলে স্ক্যাল্পের সংক্রমণও কমে।
৩. থানকুনি পাতা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। তাই নিয়মিত এই পাতার রস চুলে লাগালে হালকা টানে চুল উঠে আসে না। সেই সঙ্গে চুলের ঘনত্বও হয় দেখার মতো।
৪. স্ক্যাল্প পরিষ্কার রাখতেও এর বিশেষ ভূমিকা রয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই পাতার গুণে খুশকিও কমে।
৫. চুলকে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির থেকে রক্ষা করতেও এই পাতার জুড়ি মেলাভার।
তাই নিয়মিত ব্যবহারে সূর্যালোকের চুলের ক্ষতিও হবে না।