ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রোবট নেকড়ের ভয়ে পালাচ্ছে আসল ভাল্লুক

জাপানের একটি প্রতিষ্ঠানের তৈরি রোবট নেকড়ে দেখতে ঠিক আসল নেকড়ের মতো। চোখ ঠিকরে বের হচ্ছে আগুন। গলা চিরে বের হচ্ছে নেকড়ের ডাক। কৃষি খামার থেকে ভাল্লুকসহ অন্য প্রাণী তাড়াতে এই রোবট নেকড়ের ব্যবহার শুরু হলেও বর্তমানে শহুরে এলাকাতেও এই রোবটের ব্যবহার হচ্ছে।

বিবিসি জানায়, রোবট নেকড়েটি তৈরি করেছে ওলফ কামুয়ি নামের একটি প্রযুক্তি কোম্পানি। প্রথমে এটি গ্রামাঞ্চলে খেত-খামার থেকে ভাল্লুক, হরিণ ও বানরের মতো প্রাণী তাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছিল। সম্প্রতি দেশটির কিছু শহরে ভাল্লুকের উৎপাত বেড়ে যায়। তাই রোবট নেকড়ে এখন সেখানেও ব্যবহার করছে কর্তৃপক্ষ।

টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির অধ্যাপক শিনসুকে কোইকে বলেন, ‘জাপানে শহুরে লোকজনের সংখ্যা বেড়ে যাচ্ছে, তরুণ প্রজন্ম এখন আর গ্রামে থাকতে চায় না। তারা শহরে চলে আসায় গ্রামে রয়ে গেছে কেবল বয়স্ক লোকেরা। বয়স্ক লোকদের পক্ষে কৃষিকাজ করা কঠিন। কৃষি খামারের নিরাপত্তা নিশ্চিত করা আরও কঠিন।’ জাপানে ২০২১ সালেই চারজন নিহত হয়েছে ভাল্লুকের হামলায়। আহত হয়েছে অন্তত ১০ জন। তাই বিভিন্ন এলাকায় বাড়ছে এমন রোবটের চাহিদা।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোবট নেকড়ের ভয়ে পালাচ্ছে আসল ভাল্লুক

আপডেট সময় : ০৯:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩

জাপানের একটি প্রতিষ্ঠানের তৈরি রোবট নেকড়ে দেখতে ঠিক আসল নেকড়ের মতো। চোখ ঠিকরে বের হচ্ছে আগুন। গলা চিরে বের হচ্ছে নেকড়ের ডাক। কৃষি খামার থেকে ভাল্লুকসহ অন্য প্রাণী তাড়াতে এই রোবট নেকড়ের ব্যবহার শুরু হলেও বর্তমানে শহুরে এলাকাতেও এই রোবটের ব্যবহার হচ্ছে।

বিবিসি জানায়, রোবট নেকড়েটি তৈরি করেছে ওলফ কামুয়ি নামের একটি প্রযুক্তি কোম্পানি। প্রথমে এটি গ্রামাঞ্চলে খেত-খামার থেকে ভাল্লুক, হরিণ ও বানরের মতো প্রাণী তাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছিল। সম্প্রতি দেশটির কিছু শহরে ভাল্লুকের উৎপাত বেড়ে যায়। তাই রোবট নেকড়ে এখন সেখানেও ব্যবহার করছে কর্তৃপক্ষ।

টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির অধ্যাপক শিনসুকে কোইকে বলেন, ‘জাপানে শহুরে লোকজনের সংখ্যা বেড়ে যাচ্ছে, তরুণ প্রজন্ম এখন আর গ্রামে থাকতে চায় না। তারা শহরে চলে আসায় গ্রামে রয়ে গেছে কেবল বয়স্ক লোকেরা। বয়স্ক লোকদের পক্ষে কৃষিকাজ করা কঠিন। কৃষি খামারের নিরাপত্তা নিশ্চিত করা আরও কঠিন।’ জাপানে ২০২১ সালেই চারজন নিহত হয়েছে ভাল্লুকের হামলায়। আহত হয়েছে অন্তত ১০ জন। তাই বিভিন্ন এলাকায় বাড়ছে এমন রোবটের চাহিদা।