
কক্সবাজারে গেলে সমুদ্র সৈকতের পরে যেই জিনিসটা সব থেকে বেশি চোখে পরবে তা হলো হোটেল। চারপারে যেন হোটেলের মেলা বসেছে এমনটা মনে হবে। তবে এতগুলো হোটেলের মধ্যে কোন হোটেলটি সব থেকে ভালো তা জানা অনেকটাই কঠিন। তাই কক্সবাজারের সেরা দু’টি পাঁচ তারকা হোটেল সম্পর্কে জানাবো আজকে আপনাদের।
১. লং বিচ হোটেল কক্সবাজার
কক্সবাজারের সব থেকে জনপ্রিয় পাঁচ তারকা হোটেল হচ্ছে “লং বিচ হোটেল কক্সবাজার”। অসাধারণ সার্ভিস এবং সি ভিউ এর জন্য সেরা একটি হোটেল হিসেবে এই হোটেলের বেশ জনপ্রিয়তা আছে। সুইমিং পুল, ইভেন্ট ম্যানেজমেন্ট, হাই স্পিড ইন্টারনেট সুবিটা, লন্ড্রি, মুভি দেখার সুবিধা সহ একটি পাঁচ তারকা হোটেলে যেই যেই সুবিধাগুলো থাকা দরকার তার সবই আছে “লং বিচ হোটেল কক্সবাজার” এ। তাই আপনি যদি কক্সবাজার ভ্রমণে যান এবং একটি পাঁচ তারকা হোটেলের সন্ধানে থাকেন তাহলে এই হোটেলটি হতে পারে আপনার প্রথম পছন্দ।
লং বিচ হোটেল কক্সবাজার সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনি চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এবং বর্তমানে গুগলে এই হোটেলের রেটিং আছে ৪.৪। আর এই হোটেলটি কলাতলি বীচে অবস্থিত।
২. বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ
যদি কোনো কারণে লং বিচ হোটেল কক্সবাজার আপনার পছন্দ না হয়ে থাকে বা আপনি অন্য একটি পাঁচ তারকা হোটেলের সন্ধানে থাকেন তাহলে “বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ” হোটেলটি থাকতে পারে আপনার তালিকায়।
কক্সবাজারের আরেক স্বনামধন্য পাঁচ তারকা বিশিষ্ট হোটেল হচ্ছে এই “বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল”। এই হোটেলটিও কলাতলি বীচে অবস্থিত। একটি পাঁচ তারকা হোটেলে যেই যেই সুবিধাগুলো থেকে থাকে তার সবই আপনি এই হোটেলে পাবেন এবং এই হোটেলটি তাদের প্রিমিয়াম সার্ভিসের জন্য বেশ সুপরিচিত। যদি একদম পুরোপুরি মজা নিতে চান এই হোটেলের তাহলে আমি বলব তাদের “প্রিমিয়াম সি ভিউ কিং” রোমটিতে থাকার জন্য। তাছাড়া, গুগলে এই হোটেলের রেটিং হচ্ছে বর্তমানে ৪.২ যা বেশ সন্তুষ্টি জনক।
কক্সবাজারে গেলে “লং বিচ হোটেল কক্সবাজার” বা “বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ”, এই দু’টি হোটেলের মধ্যে যেই কোনো একটিতে থাকতে পারেন। আশা করি এই হোটেল দু’টি আপনাকে অসন্তুষ্ট করবে না।