
পর্যটকদের কাছে কলকাতাকে আরও আকর্ষনীয় করে তুলতে শহরের ২১টি গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখার জন্য একটিমাত্র পাস চালু করছে পর্যটন দফতর। মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন, আগামী ১৫ ডিসেম্বর থেকে ওই পাস ইস্যু করা হবে।
তিনি বলছেন, কলকাতার ২১টি দর্শনীয় স্থানে যাওয়া যাবে ওই পাস কাছে থাকলে। ওই পাস-এর জন্য দিতে হবে ভারতীয় মুদ্রায় ৪৯৫ টাকা। এর ফলে পর্যটকের অনেক টাকার সাশ্রয় হবে। কারণ আলাদা করে কোনও একটি স্থানে ঢুকতে গেয়ে যে পরিমাণ টাকা নেওয়া হয় পাস থাকলে সেই খরচ এক ধাক্কায় অনেকটাই নেমে যাবে। এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধে হল, পাস থাকলে তা ৭ দিন তা ব্যবহার করা যাবে। কেউ যদি ২১টি জায়গায় না গিয়ে বেছে বেছে কিছু জায়গা যেতে চাইলে এর ব্যবস্থাও রয়েছে। পর্যটন দফতরের সাইটে গেলে ইনট্রিগেটেড পাস এর জায়গায় ক্লিক করলেই ২১টি জায়গার তালিকা দেখা যাবে। সেখান থেকে পছন্দমতো জায়গা বেছে নেওয়া যাবে। তার জন্য খরচ অনেক কম হবে। পাস কাটার পর তা মোবাইলে চলে আসবে। সেই পাস গেটে দেখালেই মিলবে প্রবেশের অনুমতি।
এদিকে টিকিটের দাম সম্পর্কে জানা গেছে, নিউ টাউনের ওয়্য়াক্স মিউজিয়ামে ঢুকতে গেলে একজনের টিকিটের দাম পড়ে ২৫০ টাকা। ইন্ট্রিগেটেড পাস থাকলে মিউজিয়ামে ঢোকার খরচ কমে হয়ে যাবে ৫০ টাকা। নিকো পার্কে সাধারণভাবে ঢুকতে গেলে খরচ হয় ৩০০ টাকা। ইন্ট্রিগেটেড টিকিট থাকলে সেই দাম কমে হবে মাত্র ২৫ টাকা। পর্যটন দফতরের পরিকল্পনা রয়েছে যাদের হাতে ওই টিকিট থাকবে তাদের আলাদা লাইন করে ঢোকানোর ব্যবস্থা হবে।