মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি আছে কি না, সেটি যাচাইয়ে যুক্তরাষ্ট্র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায় পৌঁছেছেন। প্রতিনিধিদলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd